
স্টাফ রিপোর্টার ::
সব কিছু প্রস্তুত থাকা সত্ত্বেও চালু হয়নি ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। আড়াই বছর ধরে চালুর অপেক্ষায় আছে ইউনিটটি। প্রয়োজনীয় অবকাঠামো ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও শুধু জনবল সংকটে হাসপাতালের গুরুত্বপূর্ণ এই বিভাগের সেবা থেকে বঞ্চিত রয়েছেন সুনামগঞ্জবাসী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালে হাসপাতালটিতে ২ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা হয়। ওই বছরের ২১ মার্চ প্রয়োজনীয় শয্যা, সরঞ্জাম, যন্ত্রপাতি বুঝে পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ লোকবলের অভাবে আইসিইউ চালু করা যায়নি আজও। আইসিইউ বিভাগ চালু করতে হলে তিনজন চিকিৎসক এবং তিনজন অ্যানেস্থেশিয়ান প্রয়োজন। এছাড়া আরও কয়েকজন সহযোগী কর্মীর দরকার।
জানাগেছে, আইসিইউ চালু করতে প্রয়োজনীয় লোকবলের জন্য একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে আইসিইউতে প্রয়োজনীয় কিছু সরঞ্জামের চাহিদাও পাঠানো হয়। কিন্তু চিকিৎসক বা সরঞ্জাম পাওয়া যায়নি। যার ফলে আড়াই বছর ধরে আইসিইউ বিভাগ চালু করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ সদর হাসপাতালে বিভিন্ন পর্যায়ে ৬৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৩১ জন। শূন্য রয়েছে ৩৫ জন চিকিৎসকের পদ। ২৬১ জন নার্সের বিপরীতে আছেন ১৪১ জন। শূন্য রয়েছে ১২০টি পদ।
সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার বাসিন্দা মো. মতিন মিয়া বলেন, জনবল সংকটের কারণে হাসপাতালের গুরুত্বপূর্ণ এই বিভাগটি চালু হচ্ছে না এটি দুঃখজনক। আমরা সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসিইউ দ্রুত চালুর দাবি জানাই।
সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন বলেন, এতো টাকা খরচ করে হাসপাতালে আইসিইউ স্থাপন করা হলেও সেটির সুবিধা সুনামগঞ্জের মানুষ পাচ্ছেন না। দ্রুত আইসিইউ সেবা চালু করা হোক, তাহলে অনেক প্রাণ রক্ষা পাবে। মানুষের ভোগান্তিও কমবে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে লোকবল সংকট থাকায় আইসিইউ চালু করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। আমরা আইসিইউ চালু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তবে কবে নাগাদ চালু হতে পারে এটা বলা যাচ্ছে না।