
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর জামালগঞ্জ উপজেলায় পিপিআর রোগ নির্মূল ও খোড়া রোগ নিয়ন্ত্রণের আওতায় গৃহপালিত গরু, ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন শেষ হয়েছে।
পহেলা সেপ্টেম্বর থেকে শুরু করে ১০ দিনব্যাপী উপজেলার ৬টি ইউনিয়নে অভিজ্ঞ ভেটেরিনারি দ্বারা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রে ৪শ গরু ও ৪ হাজার ছাগল, ভেড়ার টিকা প্রদান করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. শামসুল হক, ফিল্ড সহকারী মোশাররফ হোসেন, হুমায়ুন কবিরসহ সেবাগ্রহীতারা।