
স্টাফ রিপোর্টার ::
দিরাই উপজেলায় একটি প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণী পড়–য়া ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১ সেপ্টেম্বর) ওই ছাত্রীর মা বাদী হয়ে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। মোকদ্দমা নং - ১৯৩/২০২৫।
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসা গ্রামের অমল বৈষ্ণবের ছেলে পিযুষ বৈষ্ণব (৩৬) মেয়েটিকে প্রায় এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছিল। পিযুষ বৈষ্ণবের এমন আচরণের ঘটনাটি গ্রামের লোকজনকে জানায় ভিকটিমের পরিবার।
মামলায় আরও উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় পিযুষ বৈষ্ণব মেয়েটিকে ঘরে একা পেয়ে বিয়ের প্রস্তাব দেয় এবং জোরপূর্বক শ্লীলতাহানি করে।
পরে এই ঘটনায় অভিযোগ দায়ের করেন ভিকটিমের মা। অভিযোগটি আমলে নিয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের কপি এখনও আমাদের কাছে আসেনি। অভিযোগের কপি হাতে পাওয়ার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।