
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বেরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাই-এর সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক, আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনূর আলী, নাসিম উদ্দিন লালা, মো. আব্দুল হাই, ফুল মিয়া, সদর বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ, পৌর বিএনপির সদস্য সচিব মুর্শেদ আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু, দপ্তর স¤পাদক শাহ আলম, সমাজকল্যাণ সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক মো. সুহেল মিয়া, জেলা ছাত্রদলের সদস্য আজিজুর রহমান সৌরভ, সদর কৃষক দলের সভাপতি ইকবাল হোসেন, পৌর কৃষক দলের সভাপতি রুমেন আহমেদ এবং সুরমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. খুরশিদ মিয়া। আলোচনা সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার উপর গুরুত্ব আরোপ করেন।