মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ২৪

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ১২:০৪:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ১২:০৪:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪টি নৌকা থেকে ৬শ ঘনফুট বালু জব্দসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের জমশেরপুর ও বদাখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বদাখালি নদীসহ বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মো. হামিদুর রহমান ও এএসআই মো. আব্দুর রউফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় ইজারা ও সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে উত্তোলিত বালু বহনকালে ৪টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন ওসি মনিবুর রহমান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com