
স্টাফ রিপোর্টার ::
বাউলসাধক শাহ আবদুল করিম স্মরণে ছায়ানটের বিশেষ আয়োজন শ্রোতার আসরে অংশগ্রহণ করবেন সুনামগঞ্জের দু’জন গুণীশিল্পী। আগামী শুক্রবার ছায়ানটের সংস্কৃতি ভবনে সন্ধ্যা ৭টায় এই আসর অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন শাহ আবদুল করিমের শিষ্য বাউলশিল্পী রণেশ ঠাকুর ও তরুণ সংগীতশিল্পী মো. সোহেল রানা।
এছাড়াও অনুষ্ঠানে ছায়ানটের আরও ৫ জন গুণী শিল্পী অংশগ্রহণ করবেন। তারা হলেন চন্দনা মজুমদার, আবুল কালাম আজাদ, বিমান চন্দ্র বিশ্বাস, নাজমুল আহসান তুহিন ও ফারজানা আফরিন ইভা।