
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), সুনামগঞ্জ জেলা শাখা মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারকলিপি জমা দিয়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন স্কপ, সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়ক সুখেন্দু তালুকদার (মিন্টু) ও যুগ্ম সমন্বয়ক মতিন মিয়া এবং ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। স্মারকলিপিতে আইনী সুরক্ষা দিয়ে ন্যূনতম মজুরি ঘোষণা, স্থায়ী মজুরি কমিশন গঠন, গণতান্ত্রিক শ্রম আইনসহ স্কপের ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এছাড়া বন্দর ও করিডোর বিদেশীদের দেয়ার পাঁয়তারা বন্ধ, আউটসোর্সিং ও দৈনিকভিত্তিক শ্রমিক/কর্মচারীদের স্থায়ীকরণ, বন্ধ শিল্প কারখানা চালু করা, শ্রমিক ছাটাই ও নির্যাতন বন্ধ, কর্মস্থলে নিহত-আহত শ্রমিক-কর্মচারীদের ক্ষতিপূরণ প্রদান ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়। - সংবাদ বিজ্ঞপ্তি