
স্টাফ রিপোর্টার ::
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সুনামগঞ্জ সদর উপজেলার দুইজন শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুককে ব্যাটারিচালিত ইলেকট্রিক রিকশা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এই সহায়তা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। আরও উপস্থিত ছিলেন আরডিএসএ সুনামগঞ্জের নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইনুল ইসলাম ভূইয়া এবং প্রশাসনিক কর্মকর্তা জয়ন্ত কুমার তালুকদার।
এসময় প্রধান অতিথি উপকারভোগীদের পারিবারিক খোঁজ-খবর নেন এবং বিতরণকৃত রিকশা নিজ দায়িত্বে রক্ষণাবেক্ষণের পাশাপাশি পুনরায় ভিক্ষাবৃত্তিতে না ফেরার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর একই কর্মসূচির আওতায় শারীরিক প্রতিবন্ধী হেপি আক্তারকে ছয়টি ছাগল পালন করার জন্য অনুদান দেওয়া হয়, যাতে তিনি আত্মনির্ভরশীল হতে পারেন।