
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৩ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
দণ্ডপ্রাপ্তরা হলেন: উপজেলার গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে তাহের মিয়া (২০), বাদাঘাট গ্রামের কাদির মিয়ার ছেলে বিজয় আহমদ (২৪), টেকাটুকিয়া মৃত আবু তাহেরের ছেলে নজির আহমদ (২৬)। এছাড়াও, অভিযানে একটি স্টিলের নৌকাসহ ৬০ ঘনফুট বালু জব্দ করা হয়।
এসময় তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৩ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
দণ্ডপ্রাপ্তরা হলেন: উপজেলার গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে তাহের মিয়া (২০), বাদাঘাট গ্রামের কাদির মিয়ার ছেলে বিজয় আহমদ (২৪), টেকাটুকিয়া মৃত আবু তাহেরের ছেলে নজির আহমদ (২৬)। এছাড়াও, অভিযানে একটি স্টিলের নৌকাসহ ৬০ ঘনফুট বালু জব্দ করা হয়।
এসময় তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।