আজকের পত্রিকায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন বিশ্বজিত রায়

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১২:৩২:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১২:৫১:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: ‎
দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক "আজকের পত্রিকা'র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্বজিত রায়।
গত ৪ সেপ্টেম্বর আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। ‎

বিশ্বজিত রায় দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন। তিনি পূর্বে দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
বর্তমানে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়া দৈনিক সিলেট মিরর পত্রিকায় কাজ করছেন দীর্ঘদিন যাবত। ‎
তাঁর লেখা কাব্যগ্রন্থ ‘বিক্ষত বেদনার ধারাপাত’ ও ‘ছিন্নপ্রেম’ নামের একটি উপন্যাস রয়েছে।
এছাড়া বিগত এক দশকে দৈনিক আমাদের সময়, ইত্তেফাক, জনকণ্ঠ, আলোকিত বাংলাদেশ, মানবকন্ঠসহ স্থানীয় দৈনিকে তাঁর লেখা পাঁচ শতাধিক কলাম ছাপা হয়েছে। ‎
সাংবাদিকতা সংক্রান্ত কাজে সুনামগঞ্জের মূলধারার সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন তিনি। ‎সংবাদ সংক্রান্ত যে কোন প্রয়োজনে মোবাইল: ০১৭২০২৯২৩১৮, ইমেইল-bishwa85@gmail.com ‎অফিস: লৌকিক ও শৌভিক ভবন (নীচ তলা), পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com