
দিরাই প্রতিনিধি ::
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও এক হতে পারলেন না দিরাই উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। তিন ভাগে বিভক্ত হয়ে তারা গ্রুপিং রাজনীতিতে ব্যস্ত রয়েছেন। ফলে দল শক্তি হারাচ্ছে বলে মনে করছেন রাজনীতি সচেতন ব্যক্তিবর্গ।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল সমর্থকরা মঙ্গলবার দিরাই পৌরশহরে শোভাযাত্রা ও সমাবেশ করেন। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা শহরে জড়ো করে তাদের সাংগঠনিক শক্তির জানান দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
অপরদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক সংসদ সদস্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি’র সমর্থকরা বুধবার দিরাই শহরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি।
সর্বশেষ বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক নাছির উদ্দীন চৌধুরী বলয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করেন। তারাও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের শহরে জড়ো করে তাদের মিছিল-সমাবেশের মধ্য দিয়ে সাংগঠনিক শক্তির জানান দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিরাই উপজেলা বিএনপির একাধিক প্রবীণ নেতা-কর্মী জানান, একসময় দিরাইয়ে নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে দলটি পরিচালিত হতো। নাছির চৌধুরীর অনুপস্থিতিতে প্রিয়দলটি আজ তিনভাগে বিভক্ত। যেভাবে দলে একে অপরের প্রতি বিষোদগার শুরু হয়েছে, দলের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। তবে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা বলেছেন, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই তারা কাজ করবেন।