জগন্নাথপুরে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৯:০০:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৯:০০:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জামালগঞ্জ থানার গোলামীপুর গ্রামের বাসিন্দা হুমায়ূন কবির (৪২) এবং সিলেট জেলার বিশ্বনাথ থানার সোনাপুর গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া (২৫)। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে জগন্নাথপুর থানার ইছগাঁও এলাকায় যাত্রীবাহী সিএনজি তল্লাশি চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দু’জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন জগন্নাথপুর থানার এসআই মো. আল-আমিন। তার সাথে ছিলেন এসআই দিপংকর হালদার এবং এএসআই আলী আকবর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com