
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু’র নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজিনুর মেম্বারের ছেলে মনসুর আলম (২০) কে ৭ দিনের কারাদ- এবং একই গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে রুহান মিয়া (১৯), মৃত আব্দুল শহিদের ছেলে ময়না মিয়া (৩৭) ও জামাল মিয়ার ছেলে ফরুয়ার (২০) কে ৪ দিন করে কারাদ- প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দ-প্রাপ্তদের মঙ্গলবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।