জনগণ পিআর বোঝে না, ভোট দিয়ে পছন্দের মানুষকে নির্বাচিত করতে চায় : আনিসুল হক

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:০৩:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:০৪:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
“এ দেশের জনগণ পিআর বোঝে না। তারা একটি ভোটের মাধ্যমে তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করতে চান, যিনি পাঁচ বছরের জন্য সুখে-দুঃখে পাশে থাকবেন।” - মন্তব্য করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনিসুল হক।
মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, এই অঞ্চল থেকে আপনাদের ভালোবাসা নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আগামী নির্বাচনসহ সকল আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদেরও যোগ্য, ত্যাগী এবং সুখে-দুঃখে পাশে থাকবে এমন প্রার্থী নির্বাচন করতে হবে।
তিনি আরও বলেন, যারা পিআর করেছেন, তারা দেখেছেন ১৯৯১ সালে বিএনপির সঙ্গে নির্বাচন করে কত ভোট পেয়েছিলেন। আমাদের মা বেগম খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন সময় আলাপের সময় তিনি আপনাদের বিএনপির শুভাকাক্সক্ষী হিসেবে উল্লেখ করেছেন। তাই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তারুণ্যের অহংকার তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে, সে অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক লায়েছ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোশাহিদ আলীর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালমা নজির, উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, সদস্য সচিব জুনাব আলী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com