মল্লিকপুরে মানববন্ধন

অবৈধ পার্কিং বন্ধ ও সড়ক সংস্কারের দাবি

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১২:৩০:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১২:৩৩:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মল্লিকপুর এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধ ও বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মল্লিকপুর হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘ-এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 
মানববন্ধনে অংশ নেন মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি, মল্লিকপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহমদ নুর এবং সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি সাব্বির আহমদ।

বক্তারা বলেন, মল্লিকপুর বাস টার্মিনাল থেকে সিনথিয়া সিএনজি গ্যাস পা¤প পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধ গাড়ি পার্কিং, অপরিচ্ছন্নতা ও নিরাপত্তাহীনতা জনভোগান্তি সৃষ্টি করেছে। দ্রুত সড়ক সংস্কার ও শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, ট্রাক সমিতি সভাপতি ফয়জুন্নুর মিয়া, যুব জমিয়ত জেলা সভাপতি মাওলানা ত্বোহা হুসাইন, ট্রাক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান, মল্লিকপুর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিপন বৈদ্য, সহকারী শিক্ষিকা তিন্নি রায়, শিক্ষক নির্মল শুক্লা বৈদ্য, ছাত্রনেতা রিদওয়ানুল হক নিহাল, শিক্ষার্থী নিঝুম আক্তার প্রমুখ।
বক্তারা জেলা প্রশাসক, সওজ নির্বাহী প্রকৌশলী ও পৌর প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। শেষে মল্লিকপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুলাইমান আহমদ জাবেরীর মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষ হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন, মকসদ আলী, মো. সাহিদুল হক সরকার, আব্দুর রউফ, আব্দুর রকিব, সৈয়দুর রহমান, বশির উদ্দিন, আজাদ হোসেন, দিলোয়ার হোসেন, ফাহিম আফজাল, জাকির হোসেন, মো. মিজানুল হক সরকার, জাকিরিন, গোপাল মালাকার প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে জেলা প্রশাসক, সওজ নির্বাহী প্রকৌশলী, সুনামগঞ্জ পৌরসভার প্রশাসকের দৃষ্টি আকর্ষণসহ অতি দ্রুত বিদ্যমান সমস্যা সমাধানের জন্য আহবান জানানো হয়।
মল্লিকপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুলাইমান আহমদ জাবেরী মোনাজাতের মাধ্যমে মানববন্ধন অনুষ্ঠান শেষ করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com