অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:৪৫:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:৫৩:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
২০২৫-২৬ অর্থবছরে সুনামগঞ্জে জেলা কাবিটা (কাজের বিনিময়ে টাকা) বাস্তবায়ন ও মনিটরিং কমিটি গঠন এবং কাজ বাস্তবায়নকল্পে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা, ফসলরক্ষা বাঁধ নির্মাণের সমস্যা-সম্ভাবনা, পিআইসি কমিটি গঠনে স্বজনপ্রীতি ও দুর্নীতির বন্ধ করা, যথাসময়ে বাঁধের নির্মাণ কাজ শুরু ও শেষসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ-২) মো. ইমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংবাদিক জাকির হোসেন, শহীদনূর আহমেদ, তানভীর আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মনির হোসেন, জাহিদুল ইসলাম জনি প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমরা প্রতিবছরই বিভিন্ন অভিযোগ পেয়ে থাকি যে এই প্রকল্পটা অপ্রয়োজনীয়, ঐ প্রকল্পটির প্রয়োজন নাই। এই বছর আমরা এই ধরনের কোনো অভিযোগ শুনতে চাই না। এবার কোন অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া যাবে না। তিনি বলেন, এবছর বিভিন্ন সামাজিক সংগঠনসহ হাওর নিয়ে যারা কাজ করেন তাদেরকে আমরা অনুরোধ করবো, তাঁরা যেন আমাদেরকে জানান ওই প্রকল্পটা অপ্রয়োজনীয়। উনারা আমাদেরকে জানালে তখন আমরা বিশেষজ্ঞ টিম দিয়ে আবারও ওই বাঁধগুলো পুনরায় যাচাই-বাছাই করতে পারবো। যাচাই-বাছাই শেষে তখন যদি মনে হয় যে ওই বাঁধের প্রয়োজন নেই, তাহলে সেখানে প্রকল্প গ্রহণ করা হবে না।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com