স্টাফ রিপোর্টার ::
সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় আসামি করায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে কমিটির সদস্য সাংবাদিক নেতা ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ স¤পাদক এমরানুল হক চৌধুরী। রোববার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই ক্ষোভ জানান তিনি। এমরানুল হক চৌধুরী দৈনিক জনকণ্ঠ ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। সভায় নবাগত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান তার বক্তব্যে ভবিষ্যতে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাংবাদিকদের হয়রানি করা হবেনা বলে আশ্বস্ত করেন।
এমরান চৌধুরী বলেন, গত ২ সেপ্টেম্বর সিনিয়র সাংবাদিক শামস শামীম ও বিন্দু তালুকদারসহ কয়েকজন পেশাদার গণমাধ্যমকর্মীদের আসামি দিয়ে মামলা হয়েছে। আমরা এ ঘটনায় নিন্দা জানাই। তারা ছাত্রজনতার আন্দোলনের বিরুদ্ধে ছিলেন না। পেশাদার সাংবাদিক হিসেবে আন্দোলনের সংবাদ প্রচার করেছেন। কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের নামে মামলা দিয়ে হয়রানি করছে। এই মামলা স্বাধীন গণমাধ্যমের অন্তরায়। অবিলম্বে মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহার করার দাবি জানাই।