তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১০:৩৬:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১২:২০:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বারেকটিলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছ।
মঙ্গলবার বিকেলে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ হাজার টাকা ও লাইসেন্স এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনোর অপরাধে সড়ক পরিবহন আইনে ৪ জনকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাহিরপুরের পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com