
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বারেকটিলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছ।
মঙ্গলবার বিকেলে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ হাজার টাকা ও লাইসেন্স এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনোর অপরাধে সড়ক পরিবহন আইনে ৪ জনকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাহিরপুরের পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বারেকটিলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছ।
মঙ্গলবার বিকেলে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ হাজার টাকা ও লাইসেন্স এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনোর অপরাধে সড়ক পরিবহন আইনে ৪ জনকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাহিরপুরের পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।