
সুনামগঞ্জে শব্দদূষণ রোধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত সাম্প্রতিক মোবাইল কোর্ট নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ। হাইড্রোলিক হর্ন শুধু পথচারী ও যাত্রীদের জন্য বিরক্তিকরই নয়, এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ এই অতিরিক্ত শব্দের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। এ অবস্থায় হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানার মাধ্যমে যে কঠোর বার্তা দেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে।
তবে মনে রাখতে হবে, শুধু মাঝে মাঝে অভিযান চালিয়ে শব্দদূষণ রোধ করা সম্ভব নয়। প্রয়োজন একটি দীর্ঘমেয়াদি ও সুসংহত পরিকল্পনা। চালকদের সচেতন করা, গণপরিবহনে নিয়মিত চেকিং ব্যবস্থা চালু রাখা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই এ সমস্যার টেকসই সমাধান। পাশাপাশি নাগরিক সমাজকেও এ বিষয়ে এগিয়ে আসতে হবে।
শব্দদূষণকে আমরা অনেক সময় তুচ্ছ সমস্যা ভেবে এড়িয়ে যাই। কিন্তু বাস্তবে এটি নীরব ঘাতক, যা আমাদের সমাজে ক্রমেই অস্বস্তিকর ও ক্ষতিকর পরিবেশ সৃষ্টি করছে। তাই এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে এবং আইন ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
আমরা আশা করি, সুনামগঞ্জের এ উদ্যোগ অন্যান্য জেলাতেও অনুসরণ করা হবে। শব্দদূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।