
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ যুব অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোজাহিদ আলী খোকনের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সোহেল বরকত ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী আজগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক তিমন চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজিম খানসহ জেলা গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ ১২টি উপজেলার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, গত ২৯ আগস্ট বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আলোচনা সভা শেষে শহরে একটি আনন্দ র্যালি বের করা হয়।