
স্টাফ রিপোর্টার ::
টাঙ্গুয়ার হাওরে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গত শনিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসকের নির্দেশনায় টেকেরঘাট ও ওয়াচ-টাওয়ার এলাকায় এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পর্যটকবাহী নৌকায় শব্দদূষণকারী সাউন্ডবক্স ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্লেট ও কাপ জব্দ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সাউন্ডবক্স ব্যবহার না করার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়। এছাড়া হাউসবোটগুলোতে দূষণবিরোধী প্রচারণা চালানো হয় এবং অনতিবিলম্বে সব হাউসবোটে সেফটিক ট্যাংক স্থাপনের নির্দেশনা দেওয়া হয়।
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, সংশ্লিষ্ট দপ্তরের এই কার্যক্রম প্রশংসনীয়। হাওরের পরিবেশ সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা প্রয়োজন।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান বলেন, টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী নৌকাগুলোর জন্য বর্জ্য ব্যবস্থাপনা নেই। দ্রুত নির্দিষ্ট স্থানে সেফটিক ট্যাংক নির্মাণ করে পয়ঃবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে আমাদের
অভিযান অব্যাহত থাকবে।