
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার এলাকা থেকে শনিবার রাতে আবুল বাশার (৩৩) নামের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আবুল বাশারের বিরুদ্ধে গত বছর সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা হয়। মামলা নম্বর ২৫৭/২০২৪। এই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শনিবার রাত আটটার দিকে উপজেলার মধ্যনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।