সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থী মুখলিছুর রহমানের সমর্থনে সমাবেশ

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:৪০:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:৪০:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরীর সমর্থনে উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক মিলনায়তনে সদর উপজেলা ও পৌরসভা জমিয়তের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দুটি অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা হাফিজ নাজমুল ইসলাম ও পৌরসভা জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দীন। যৌথভাবে সঞ্চালনা করেন সদর উপজেলা সাধারণ স¤পাদক মাওলানা রমজান হোসাইন এবং পৌরসভার সাধারণ স¤পাদক মাওলানা মুবাশ্বির আলী বর্মাউত্তরী। সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ। টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন দারুল হিকমাহ আল ইসলামিয়া সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী। সমাবেশে জমিয়তের প্রবীণ মুরুব্বি মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল মুক্তাদির, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল হক আহমদী, মাওলানা আব্দুর রকিবসহ জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের উলামা-মাশায়েখ, যুবনেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com