
স্টাফ রিপোর্টার ::
গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ক্যা¤েপর আয়োজন করা হয়। এই ক্যাম্পের আয়োজন করে জনতা চক্ষু হাসপাতাল এবং অর্থায়ন করে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা মোট ৭৯ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এদের মধ্যে বাছাইকৃত ৩১ জন অসচ্ছল ও দরিদ্র ছানি রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন স¤পন্ন করা হয়। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টি ফিরে পান। উন্নতমানের চিকিৎসা পেয়ে রোগী ও তাদের স্বজনরা জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি তার বক্তব্যে বলেন, ডাচ্-বাংলা ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি মানবকল্যাণমূলক কার্যক্রমে দেশব্যাপী অবদান রেখে চলেছে। সুনামগঞ্জসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান এরই অংশ।
তিনি আরও বলেন, এই মানবিক কার্যক্রমগুলো বাস্তবায়নে সবচেয়ে বেশি অবদান রাখছেন সুনামগঞ্জের কৃতী সন্তান এবং ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়। তার এই যুগান্তকারী অবদান গ্রামীণ দরিদ্র্য জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক, সুনামগঞ্জ শাখার অফিসার রাশেদুজ্জামান রুবেল, ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য এবং জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান।