
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৫ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড- দিয়েছে উপজেলা প্রশাসন। একই অভিযানে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা অবস্থায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু বুধবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীতে অভিযান পরিচালনা করেন। ধৃত ৫ জন হলেন- ফজর আলী (৫০), আব্দুর রশিদ (৩১), মিস্টার নুর (২৮), মিয়া চান (২২) ও জাহাঙ্গীর আলম (২৮)। তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দন্ডিত করা হয়েছে।
অপর অভিযানে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে একজনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসক মো. শাহরুখ আলম শান্তনু জানান, দন্ড-প্রাপ্তদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনও এ তথ্য নিশ্চিত করেছেন।