খাসিয়ামারা নদীতে ড্রেজার নিষিদ্ধ ঘোষণা করলেন জেলা প্রশাসক

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:১৯:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:১৯:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর ইজারাকৃত বালুমহাল পরিদর্শন করেছেন। বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি খাসিয়ামারা নদী, রাবারড্যাম, লিয়াকতগঞ্জ-বাংলাবাজারসহ নদীর তীরবর্তী এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক খাসিয়ামারা নদীতে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সঙ্গে রাবারড্যামের দু’পাশে নিরাপত্তার জন্য বাঁশের ব্যারিকেড দেওয়ার নির্দেশনা দেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইলিয়াস মিয়া বলেন, খাসিয়ামারা নদীতে কোনোভাবেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সুযোগ নেই। ইজারাদারকে আগামী এক সপ্তাহের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে নিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, ইজারাদারকে নীতিমালা মেনে বালু উত্তোলন করতে হবে। ফসলি জমি, স্থাপনা ও চলাচলের সড়ক থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। রাবারড্যামের ক্ষতির প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনের কারণে ড্যামের ক্ষতি হয়ে থাকলে বিষয়টি তদন্ত করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রমাণ মিললে ক্ষতিপূরণ বহন করতে হবে ইজারাদারকে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার (২৫ আগস্ট) বিকালে খাসিয়ামারা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ড্রেজার মেশিন জব্দ ও একজনকে আটক করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে মঙ্গলবার স্থানীয় বাসিন্দা ও ইজারাদারের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com