১৭৩ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ১

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:১৩:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:১৩:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে র‌্যাব-৯ এর অভিযানে ১৭৩ বোতল ভারতীয় বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে সুনামগঞ্জ সিপিসি-৩ এর একটি দল মান্নারগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় জালালপুর গ্রামের মজুমদার আলীর ছেলে হাবিবুর রহমানকে (৩৫) ১৭৩ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ আটক করা হয়। বুধবার (২৭ আগস্ট) দুপুরে র‌্যাব-৯ সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নূর নবী সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। জব্দকৃত বিদেশি মদসহ হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com