সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিস প্রার্থী শেখ মুশতাকের গণসংযোগ

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৯:২০:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৯:২০:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ মঙ্গলবার দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং নির্বাচনে প্রার্থী হওয়ার কারণসহ বিজয়ী হলে এলাকার উন্নয়ন পরিকল্পনা জনসম্মুখে তুলে ধরেন। তিনি বলেন, জনগণের কল্যাণই আমার মূল লক্ষ্য। ইনসাফপূর্ণ সমাজ গঠন, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার নিশ্চিতে সর্বদা কাজ করে যাবো। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার অফিস স¤পাদক ও সমাজসেবক মাওলানা আলী খাঁন, উপজেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি ও সালিস ব্যক্তিত্ব মাওলানা ওলিউজ্জামান, জগন্নাথপুর উপজেলা সাধারণ স¤পাদক মুজ্জাম্মিল হোসাইন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী সদস্য ও সাবেক পূর্ব পাগলা ইউনিয়ন সভাপতি হাফিজ শফিকুল বারী খসরু, উপজেলা শ্রম বিষয়ক স¤পাদক মাওলানা আমির উদ্দিন, উলামা বিষয়ক স¤পাদক ও চিকারকান্দি বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাসুক আহমদ হেলালসহ দলীয় নেতা জমির হোসেন, শরীফ আহমদ, জামিল আহমদ প্রমুখ। গণসংযোগকালে শেখ মুশতাক ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বাজার, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি খেলাফত মজলিস পূর্ব পাগলা ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপক গণমত সৃষ্টির আহ্বান জানান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com