খাসিয়ামারা বালুমহাল

ইজারাদারের ড্রেজার ব্যবহার ও রাবারড্যামে বাল্কহেড চলাচল বন্ধের সিদ্ধান্ত

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৯:১৭:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৯:১৭:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা বালুমহাল নিয়ে চলমান বিরোধ অবশেষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে সমাধানের পথে এগিয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের উপস্থিতিতে ইজারাদার ও স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর সর্বসম্মত সিদ্ধান্তে গৃহীত হয় যে, ইজারাদার খাসিয়ামারা বালুমহালে অবৈধভাবে কোনো ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করবেন না এবং রাবারড্যামের অভ্যন্তরে বাল্কহেড ব্যবহার করে বালু পরিবহন করা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। ইজারাদারের পক্ষ থেকে ড্রেজার ব্যবহার করে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা তৈরি হয়। অপরদিকে, বাল্কহেডের কারণে রাবারড্যামের ভেতরের ফসলি জমি ও বাঁধের স্থায়িত্ব হুমকির মুখে পড়ে। এসব কারণে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গৃহীত সিদ্ধান্ত ভঙ্গ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। আলোচনায় উপস্থিত ইজারাদারও প্রশাসনের প্রতি আস্থা রেখে সর্বসম্মত সিদ্ধান্ত মেনে চলার প্রতিশ্রুতি দেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com