
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী সীমান্ত এলাকা থেকে ১২টি ভারতীয় গরুর চালান আটক করেছে। মঙ্গলবার ভোররাতে বাঁশতলা বিওপির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারি কর্তৃক ভারত থেকে নিয়ে আসা গরুগুলো মালিকবিহীন অবস্থায় আটক করে।
২৮ বিজিবি জানায়, ভারত থেকে এই গরুগুলো অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসেছে চোরাকারবারিরা। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২০ হাজার টাকা। বর্তমানে গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চলমান থাকবে। গরুর চালান প্রচলিত আইন মেনে শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।