
স্টাফ রিপোর্টার ::
‘কবিতার শব্দে-পঙক্তিতে শতফুল ফুটিয়ে তুলুন হে কবি’ - এই পঙক্তিকে সামনে রেখে সুনামগঞ্জের প্রেম ও দ্রোহের কবি ইকবাল কাগজীর ৭০তম জন্মদিন উদযাপিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘বিস্যুদবারের বৈঠক’ এই শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করে। কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ, গান, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপিত হয়।
প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা আয়োজনে বক্তব্য রাখেন কবি রোকেস লেইস, অ্যাডভোকেট চান মিয়া, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি ও ভাস্কর স¤পাদক কবি পুলিন রায়, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, কবি মোরশেদ আলম, কবি ইয়াকুব বখত বাহলুল, লোকশিল্প গবেষক সুবাস উদ্দিন, শিক্ষক সাজাউর রহমান, শিক্ষক সুবল বিশ্বাস, প্রাবন্ধিক এনামুল কবীর, শ্রমিক নেতা সাইফুল আলম ছদরুল, অ্যাডভোকেট এনাম আহমদ, কবি আশরাফ লিটন প্রমুখ।
কবির কাব্যকৃতির উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন কবি কুমার সৌরভ। কবির সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন কবি ওবায়দুল মুন্সী। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজু আহমদ। কবি ইকবাল কাগজী নিজের অভিব্যক্তি প্রকাশ কালে আয়োজকদের ধন্যবাদ জানান।
আলোচনার ফাঁকে ফাঁকে কবির কবিতা আবৃত্তি করেন দেবাশীষ তালুকদার শুভ্র, তাজকিরা হক তাজিন, মানবেন্দ্র কর পাপ্পু, বর্ণা দাস, ঋতুরাজ তালুকদার রি¤পন, আহমদ আল কবির চৌধুরী। গান পরিবেশন করে জয়া দাস।
জন্মদিনের অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, লেখক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠান। অনুষ্ঠানে কবি ইকবাল কাগজীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হাতে তোলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। পরে কবিকে নিয়ে জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ।