স্বাস্থ্যসেবায় সিলেট বিভাগে শ্রেষ্ঠ ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:২৩:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:২৩:১৭ পূর্বাহ্ন
জাহাঙ্গীর আলম চৌধুরী :: স্বাস্থ্যসেবায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সারা বাংলাদেশের ৪৯০টি উপজেলার মধ্যে গেল মার্চ মাসে ১১ তম ও সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্র । এর পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ ওয়েব পোর্টালের মূল্যায়নে (ফেব্রুয়ারি ২০২৫) সারা বাংলাদেশের ৪৯০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৯তম ও সিলেট বিভাগে ২য় স্থান অর্জন করেছিল। সংশ্লিষ্টরা জানান, এই অর্জন সম্ভব হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিনের নিরলস পরিশ্রম, দূরদর্শী পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বের ফলে। নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে দ্রুত উন্নতির লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ, জরুরি চিকিৎসা সেবা উন্নয়ন, ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে সাধারণ মানুষ এখন আরো দ্রুত চিকিৎসা পাচ্ছে। এছাড়া গর্ভবতী মা ও নবজাতকের জন্য বিশেষ ইউনিট সক্রিয় করা হয়েছে। নিয়মিত প্রসবকালীন সেবা ও মা-শিশুর স্বাস্থ্যঝুঁকি হ্রাসে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। অনলাইন রিপোর্টিং, রোগী নিবন্ধন এবং স্বাস্থ্য তথ্যের ডিজিটাল সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। গ্রামীণ পর্যায়ে নিয়মিত মেডিকেল ক্যা¤প, টিকাদান কার্যক্রম ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সভার আয়োজন করে মানুষের মধ্যে বৃদ্ধি করা হয়েছে স্বাস্থ্য সচেতনতা। এছাড়া স্বাস্থ্যসেবায় অনিয়ম ও অবহেলা রোধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। এর ফলে চিকিৎসকদের উপস্থিতি, সেবার মান এবং রোগীর সন্তুষ্টি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ডা. নুসরাত আরেফিন বলেন, আমার কর্মস্থল ছাতকের মানুষ আমার পরিবার। তাদের স্বাস্থ্যসেবায় উন্নতি আনা আমার দায়িত্ব। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমার লক্ষ্য হলো ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সারাদেশের সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com