
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকায় ঢাকার বর্ণালী কর্পোরেশনের অন্যতম প্রতিষ্ঠান ‘গোধূলী ট্যুর এন্ড ট্রাভেলস’ নামে প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই ট্রাভেলসের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ শহরের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, গোধূলী ট্যুর এন্ড ট্রাভেলস-এর ঢাকার পরিচালক ইদ্রিছ আহাম্মেদ ও মার্কেটিং ম্যানেজার জহিরুল ইসলাম মুন্না, সাংবাদিক লতিফুর রহমান রাজু, গোধূলী ট্যুর এন্ড ট্রাভেলস সুনামগঞ্জের পরিচালক পরিতোষ তালুকদার, জেনারেল ম্যানেজার সুব্রত চৌধুরী, ম্যানেজার মো. সাজিদুর রহমান (সাজিদ) উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সুনামগঞ্জ শহরে উদ্বোধন হওয়া এই গোধূলী ট্যুর এন্ড ট্রাভেলস সততা ও নিষ্ঠার সাথে বিদেশ গমনকারীদের সকল প্রকার ব্যবস্থা করবে। এই জন্য প্রতিষ্ঠানকে সকলে সহযোগিতা করার অনুরোধ জানান বক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া-মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে এবং প্রতিষ্ঠানের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পেশ করেন আলহেরা মাদ্রাসার প্রভাষক মাওলানা সাদ উদ্দিন আহমদ।