অবৈধভাবে উত্তোলিত ১০ লক্ষ ঘনফুট বালু জব্দ

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:১৮:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:১৮:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজার সংলগ্ন সুরমা নদীর পূর্বপাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২৪ আগস্ট ২০২৫) এ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। এ সময় নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১০ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এ অভিযানে স্থানীয় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com