সূর্য্যরেগাঁওকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা

আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:০৩:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:০৩:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে তাহিরপুর উপজেলার ‘সূর্য্যরেগাঁও’ গ্রাম। এই গ্রামটিকে আনুষ্ঠানিকভাবে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রামটির এই অর্জনের পেছনে রয়েছে ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির সুপরিকল্পিত বাস্তবায়ন এবং গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণ। সোমবার (২৫ আগস্ট) সকালে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সূর্য্যরেগাঁও’ গ্রামকে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী। তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সূর্যেরগাঁও গ্রামের প্রতিটি মানুষ নিজ নিজ উদ্যোগে তাদের বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হয়েছে। এই সাফল্য অন্যান্য গ্রামের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি-র পরিকল্পনা ও বাস্তবায়নে গ্রামের প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা প্রদান করা হয়। এর ফলস্বরূপ, গ্রামটি এখন সবুজে ভরা, আবর্জনামুক্ত এবং রোগমুক্ত পরিবেশে পরিণত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ফ্যাসিলিটেটর শওকত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল আমিন, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুম, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি-র প্রোগ্রাম অফিসার মহসিন খান, সুমাইয়া হাবিব প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com