
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সুনামগঞ্জ জেলা শাখার কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অজিত দাসকে আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দল নেতা রাজন তালুকদারকে সদস্য সচিব মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রমেশ দত্ত ও সদস্য সচিব অধ্যক্ষ এস সাহা আনন্দের যৌথ স্বাক্ষরে এই ৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্বজিৎ দে বিরাজ, রমা কান্ত দাস, রঞ্জিত সূত্রধর, ব্রজেন্দ্র রঞ্জন চৌধুরী, রামকৃষ্ণ তালুকদার সবুজ, দেবেশ রায়, টিটু রঞ্জন তালুকদার, সুমন চক্রবর্তী, কৃষ্ণ মোহন রায়, মাধব রায়, অ্যাড. আশীষ দাস, কুশল তালুকদার, সাগর সরকার, ভজন তালুকদার, নিরঞ্জন দেবনাথ, বরুণ চন্দ্র কর, বিজয় কৃষ্ণ সরকার। কমিটিতে মনোনীত সদস্যরা হলেন অশোক তালুকদার, ভাস্কর রায়, শংকর কুমার দাস, মঙ্গল রায়, অ্যাড. দিপঙ্কর বণিক সুজিত, মানিক লাল দাস, রিন্টু রায়, সুজন পাল, চয়নিক দেবনাথ, সজল সরকার, বিনয় সরকার, কৌশিক আদিত্য, গোপাল চন্দ্র সিং, রানা তালুকদার, বাবুল রঞ্জন দাস, বাপ্পু রায়, চয়নিকা তালুকদার, সীমা রাণী বিশ্বাস, আরতী বিশ্বাস, রুমা রানী পাল, মৌসুমী তালুকদার, সকুল সরকার, কলিঙ্গ রায় চৌধুরী, রণ রায়, লাকী রায়, শিপ্রা রাণী রায়,পপি তালুকদার, শান্ত বৈদ্য, বিষ্ণু সরকার, প্রদীপ দাস, বিপ্লব তালুকদার, মৃণাল দেবনাথ।