
ছাতক প্রতিনিধি ::
আগামী নির্বাচনে ছাতক - দোয়ারাবাজার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেছেন, বেকারত্ব দূরিকরণে দেশের আত্মপ্রত্যয়ী যুবক-যুবাদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করে এসব প্রতিষ্ঠানগুলোতে বেকারদের কাজের সুযোগ করে দিতে পারলে তবেই নিজেকে কিছুটা দায় মুক্ত করতে পারবো।
তিনি শনিবার সকালে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া বাজার, পান্ডারগাও নতুন বাজার, মজুর বাজার, বিয়ানি বাজার, মঙ্গলপুর বাজার ও বঙ্গবন্ধু বাজারসহ কয়েকটি বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন।
আলহাজ্ব জাহাঙ্গীর আলম আরও বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথমেই বেকারদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবো। তিনি বলেন, এছাড়া দুটি উপজেলারই যোগাযোগ ব্যবস্থার নাজুক অবস্থা। বেশিরভাগ রাস্তারই স্থানে স্থানে গর্ত ও ভেঙেচুরে জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব রাস্তাগুলো সংস্কার কারা অত্যন্ত জরুরি।