সুনামকণ্ঠ ডেস্ক ::
বাংলাদেশকে জড়িয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের দেওয়া বক্তব্যে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ বিষয়ে ভারত সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে দলটি।
সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) শনিবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। তারা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সা¤্রাজ্যবাদের মদদে গাজায় ইসরায়েলি আক্রমণকে ইসরায়েল-হামাস সংঘাত উল্লেখ করে রাজনাথ সিংহের প্রদত্ত বক্তব্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য উদ্বেগজনক। এ বক্তব্য সম্পর্কে আমরা ভারত সরকারের কাছে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেছি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজনাথ সিংহ ভারতের সেনাবাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন। ওই বক্তব্যে বাংলাদেশকে উল্লেখ করে যেভাবে কথা বলা হয়েছে, গণমাধ্যমের সুবাদে তা জানা গেছে। তার ওই বক্তব্য অগ্রহণযোগ্য।
সিপিবি নেতারা বিতৃতিতে বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধ প্রকারান্তরে সাম্রাজ্য মদদে ইসরায়েলের চাপিয়ে দেওয়া। ওই যুদ্ধ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে যেভাবে তুলনা করা হয়েছে, তা একেবারেই অনাকাক্সিক্ষত এবং উদ্বেগজনক। এছাড়া ভারতের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার ও ভারতকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান সিপিবির নেতারা।
উল্লেখ্য, ভারতকে শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেছেন। গত বৃহ¯পতিবার উত্তর প্রদেশের লক্ষেèৗতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে এ কথা বলেন। তিনি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণেরও পরামর্শ দেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রাজনাথ সিংয়ের এ বক্তব্য তুলে ধরা হয়। গত বৃহ¯পতিবার বিবৃতিটি ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) প্রকাশ করেছে।