ঋণের চাপে বাড়ি ছাড়া, ফিরছেন লাশ হয়ে

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৩৭:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৩৯:৩২ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
ঋণের চাপ সহ্য করতে না পেরে পরিবার নিয়ে গাজীপুর জেলায় পাড়ি জমিয়েছিলেন দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামের বাসিন্দা রামু বিশ্বাস (৫৫)। অবশেষে তিনি লাশ হয়ে ফিরছেন নিজ গ্রামে। রামু বিশ্বাস ভুজনা গ্রামের মৃত রাধামণি বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার (২২ আগস্ট) সকালে প্রতিদিনের ন্যায় কাজের সন্ধানে বাসা থেকে বের হয়ে গাজীপুর চৌরাস্তায় গেলে সেখানে রাস্তা পারাপারের সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রামু বিশ্বাসের মৃত্যু হয়। কয়েক বছর ধরে নানা জনের নিকট থেকে ঋণ করে জমি চাষ করলেও ঋণ শোধ করতে না পেরে এবং সংসারের টানাপোড়েনের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যান গাজীপুর জেলার নয়নপুর এলাকায়। সেখানে সে একটা ভাড়া বাসায়, বেশ কয়েক বছর যাবত পরিবার-পরিজন নিয়ে বাস করছিলেন রামু বিশ্বাস।

শুক্রবার গাজীপুর চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় রামু বিশ্বাসের মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়িতে শুনার পর স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে চারপাশ।

রামু বিশ্বাসের ছোট ভাই লেচু বিশ্বাস বলেন, আমার বড় ভাই রামু বিশ্বাস খুবই ভালো ছিলেন। হঠাৎ ঋণের চাপে সে বাড়ি ছাড়েন। শুক্রবার সকালে গাজীপুর চৌরাস্তায় তিনি গাড়ি চাপায় ঘটনাস্থলে মারা যান। লাশ পোস্টমর্টেম হওয়ার পর গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com