
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটির সম্মেলন আজ ২৩ আগস্ট শনিবার। সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রবীণ রাজনীতিবিদ রমেন্দ্র কুমার দে মিন্টু।
সম্মেলনে উপস্থিত থাকবেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার অনিরুদ্ধ দাস অঞ্জন, সম্পাদকম-লীয় সদস্য অ্যাড. হাসান তারিক চৌধুরী সোহেল, সদস্য খন্দকার লুৎফর রহমান।
জেলা সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমদ বলেন, সুনামগঞ্জ জেলা সিপিবি’র সম্মেলন আলফাত স্কয়ার সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজনের কথা থাকলেও বৃষ্টিপাতের কারণে সম্মেলনের স্থান পরিবর্তন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হবে।
অ্যাড. এনাম আহমদ আরও বলেন, এবারের জেলা সম্মেলনে আমরা ১০ দফা উত্থাপন করেছি। দাবিগুলো হলো- হাওর ও জলাভূমি ভরাট করে কোনো উন্নয়ন, অবকাঠামো নির্মাণ করা যাবে না। হাওর ভরাট করে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ না করে উঁচু ও সরকারি জমিতে অবকাঠামো নির্মাণ করা, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীত করা, গণপরিবহনে শৃঙ্খলা এনে সড়ক দুর্ঘটনা রোধ করা, দ্রুত সুনামগঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসা সেবা চালু করা, সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করে গণমানুষের সেবা নিশ্চিত করা, পরিকল্পিতভাবে নদী, খাল-বিল খনন করা, হাওরের ফসল রক্ষাবাঁধের ক্লোজারগুলোতে রাবার ড্যাম নির্মাণ করা, হাওর এলাকায় বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেয়া, সিলেট-সুনামগঞ্জ রেল লাইন চালু করা ও বালুমহালে ইজারা পদ্ধতি বাতিল করে সনাতনি পদ্ধতিতে বালু উত্তোলনের অনুমতি দিয়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করা।