
খেলাফত মজলিস শান্তিগঞ্জ, জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে দায়িত্বশীল সভা শুক্রবার জগন্নাথপুর উপজেলার কলকলি বাজারস্থ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের সভাপতিত্বে জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মুজ্জাম্মিল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, জেলা অফিস সম্পাদক মাওলানা আলী খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নুরুল ঈমান, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা জামিলুল হক আমিনী, শান্তিগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু তাজওয়ার, পৌর সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক হুসাইন আহমদ, উপজেলা নির্বাহী সদস্য মিসবাহ উদ্দিন, জগনাথপুর পৌর নির্বাহী সদস্য সৈয়দ ফুয়াদ রহমান রিয়াদ, রায়হান আহমেদ প্রমুখ। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ শেখ মোস্তাক আহমদ স্বদেশ আগমন উপলক্ষে শান্তিগঞ্জ জগন্নাথপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।