
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতামূলক সভা করেছে পরিবেশবাদী সংগঠন ‘টাক্সগুয়ার হাওর উন্নয়ন ফোরাম’। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের করণীয় বিষয় নিয়ে জয়পুর গ্রামে আলোচনা সভা হয়।
সভায় হাউসবোট চলাচল, পর্যটকদের অবাধ বিচরণের কারণে হাওরে পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর যে বিরূপ প্রভাব পড়ছে তা নিয়ে আলোচনা, এই সমস্যা সমাধানে করণীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণে আলোচনা হয়।
এছাড়া হাওরপাড়ের একঝাঁক তরুণ চলতি বছরের ২৭ জুলাই কমিটি গঠন শেষে ওইদিন হাওরের বর্জ্য অপসারণ করে ওয়াচ টাওয়ার সংলগ্ন স্থানে জনসম্মুখে আগুনে ভস্মিভূত করার বিষয়টিও সভায় অবগত করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম। অপরদিকে, গত ৮ আগস্ট শুক্রবার দিনভর হাওরে আগত পর্যটকবাহী হাউসবোট মালিক, পর্যটক ও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিলি করেন সংগঠনের সদস্যবৃন্দ।
এই সংগঠনের সহ-সভাপতি অখিল তালুকদার বলেন, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি আমরা স্বেচ্ছাসেবী হয়ে একটি সম্মিলিত প্রয়াস শুরু করেছি। যা হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। - সংবাদ বিজ্ঞপ্তি