সাচনা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অবৈধ স্থাপনে উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে পলক দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে সরকারি ভূমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার মো. আজমল হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আসআদ, নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির মিয়া, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com