মহিলা পরিষদের তরুণী সমাবেশ : সাম্যের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:০৮:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:০৮:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘নারী মুক্তির আলোকবর্তিকা বেগম রোকেয়া’ শীর্ষক তরুণী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সমাবেশ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক তরুণী অংশ নেন। বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি গৌরি ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী শম্পা। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক-আইনজীবী খলিল রহমান, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আয়োজক সংগঠনের জেলা শাখার সহসাধারণ সম্পাদক কলেজশিক্ষক সবিতা বীর, সাংগঠনিক স¤পাদক পাঞ্চালী চৌধুরী, জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ স¤পাদক হীরামনি আক্তার, জেলা মহিলা পরিষদের শাখা ব্যবস্থাপক তৃণা দে, সমাবেশে অংশগ্রহণকারী তরুণী শায়েরা আক্তারা, সানজিদা আক্তার, দৃষ্টি সরকার, তিথি দে, সোম সরকার প্রমুখ। সমাবেশে সুনামগঞ্জ সরকারি কলেজের স্নাতক দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী শায়েরা আক্তার বলেন, তাঁর বাবা নেই। তারা তিনভাই, দুইবোন। তিনি একমাত্র লেখাপড়া করছেন। গ্রাম থেকে তাকে কলেজে আসতে হয়। মা তাঁকে লেখাপড়ায় উৎসাহ দেন। তবে এ জন্য নানাজন এখনো নানা কথা বলেন। সামাজিকভাবে তার মতো অনেক মেয়েরা এই সমস্যার মধ্যে আছেন। শায়েরা আক্তার তাঁদের উদ্দেশ্যে বলেন, বাধা আসবে, বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। নারীদের ঘরে বন্দী থাকার দিন শেষ। বেগম রোকেয়ার প্রেরণা নিয়ে নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, নারী জাগরণ ও নারীর অগ্রযাত্রায় বেগম রোকেয়া প্রেরণার নাম। বেগম রোকেয়া, সুফিয়া কামাল, হেনা দাসের দেখানো পথেই আমাদের হাঁটতে হবে। সাম্যের সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করতে হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com