
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে সমুজ আলী স্কুল এন্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।
সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান, লক্ষ্মীপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহ জাহান মাস্টার, রাশিদ আলী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা মুর্শেদ আলম, সমুজ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসীম মোদক, বগুলা রোছমদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, টেংরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের হোসাইন মজুমদার প্রমুখ।