
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার সীমান্তে একটি ভারতীয় মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২০ আগস্ট) গভীর রাতে সীমান্তের মেইন পিলার ১২৪০/৮ এস এর ৫শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় ইয়ামাহা আর-ওয়ান-ফাইভ ব্র্য্যান্ডের একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি। যার মূল্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা। অভিযানে নেতৃত্বে দেন বিজিবি ৪৮ সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ লাফার্জ বিওপি’র টহল কমান্ডার হাবিলদার জিল্লুর রহমান। বিজিবি জানায়, আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মোটরসাইকেল সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে।