“জেগেছে শরৎ কাশবনে/লাগলো দোলা মনে মনে” শিরোনামে সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে শরৎ ঋতু বিষয়ক সাহিত্যআড্ডায় বক্তারা বলেছেন, বাংলা সাহিত্যে ঋতু বৈচিত্র্যের প্রভাব অনস্বীকার্য। বর্তমান যুগযন্ত্রণা এবং ইট-পাথর-বালি-শুরকির যাঁতাকলে নতুন প্রজন্ম গ্রামের লোকজ ও ঋতুর আবহ পাচ্ছে না। অভিভাবকদের এ ব্যাপারে সচেতন হতে হবে।
সিলেট নগরীর পশ্চিম শিবগঞ্জের ফরহাদ খাঁ পুল সংলগ্ন গ্রীনহিল স্টেট কলেজে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সাহিত্যআড্ডায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি পুলিন রায়। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব।
বিশেষ অতিথি ছিলেন কবিকণ্ঠ, সিলেটের মুখ্যনির্বাহী কবি বাবুল আহমদ, সাহিত্যসন্ধি সিলেটের সভাপতি কবি শান্তা কবি, বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈদ হাসান ও প্রগতি লেখক সংঘের সাধারণ স¤পাদক কবি বিপ্লব নন্দী।
কবি রিপন মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ স¤পাদক মো. আলাউদ্দিন তালুকদার। অন্যান্যের মধ্যে আলোচনা ও লেখা পাঠে অংশগ্রহণ করেন কবি-সম্পাদক সুমন বণিক, কবি-ছড়াকার রানা কুমার সিংহ, অ্যাডভোকেট রাজন আহমদ, সুব্রত দাস, গীতিকবি হরিপদ চন্দ, কবি মঞ্জুর মোহাম্মদ, ইমন তালুকদার, গ্রীনহিল স্টেট কলেজের রেক্টর শিক্ষক পলাশ চক্রবর্তী, সরদার শাহরিয়ার হাসান, শাকিল আহমদ প্রমুখ। শরৎ ঋতু বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন পুলিন রায়। -সংবাদ বিজ্ঞপ্তি