সুনামগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি পরীক্ষা আজ

আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৯:৩৫:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে জেলার মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের লক্ষে আজ শুক্রবার (২২ আগস্ট) মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুপুর ২টা থেকে এই পরীক্ষা শুরু হবে। জেলার ১২টি উপজেলা থেকে মোট ২৪০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে জেলা পরিষদ। জেলা পরিষদ সূত্র জানিয়েছে, এই শিক্ষাবৃত্তিটি জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য তিনটি ক্যাটাগরিতে (পঞ্চম, অষ্টম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির) শিক্ষার্থীদের দেওয়া হবে। প্রতিটি উপজেলা থেকে আসা মেধাবী শিক্ষার্থীদের তালিকা স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা তৈরি করে জেলা পরিষদে জমা দিয়েছেন। সেই তালিকার ভিত্তিতেই আজকের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সূত্র আরও জানায়, এই পরীক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধা যাচাই করা এবং তাদের লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করা। পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীরা এককালীন বৃত্তি পাবে, যা তাদের পড়াশোনার জন্য একটি ইতিবাচক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, আমাদের এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ সুযোগ। আমরা মনে করি, এটি তাদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে সাহায্য করবে এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে উৎসাহিত করবে। এই বৃত্তি কেবল একটি আর্থিক সহায়তা নয়, বরং এটি তাদের মেধা ও কঠোর পরিশ্রমের প্রতি আমাদের সম্মান। তিনি আরও বলেন, এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করার পাশাপাশি জেলার সামগ্রিক শিক্ষার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com