
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজারে আলিম গণি মার্কেটে মোবাইল ফোন নিয়ে বিতর্কের জেরে ছুরিকাঘাতে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন। আহত ব্যবসায়ীর নাম মাহমুদুল হাসান পিয়াল (৩০)। তিনি বাঁধনপাড়া এলাকার কুতুব উদ্দিনের ছেলে। বৃহ¯পতিবার (২১ আগস্ট) বিকেলে মাহমুদুল হাসান পিয়ালের মালিকানাধীন ‘মাহফুজা ফ্যাশন’ কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রেজান (২৮) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রেজান বাঁধনপাড়া এলাকার মোহাম্মদ ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহমুদুল হাসান পিয়ালের মালিকানাধীন ‘মাহফুজা ফ্যাশন’ কাপড়ের দোকানে রেজান নামে এক যুবক এসে পিয়ালের মোবাইল ফোনটি কথা বলার জন্য নেয়। কথা বলা শেষ হলেও সে মোবাইলটি ফেরত না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পিয়াল তার পিছু নিলে আলম গণি মার্কেটের সামনে রাস্তায় রেজান তাকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাত করার পরপরই মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা পিয়ালকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত রেজানকে ধরে ফেলেন স্থানীয় ব্যবসায়ীরা। ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত রেজান (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।