ইরা-সিআরইএ প্রকল্পের ‘অভিযোজন এক্সপো’ সম্পন্ন

আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৫৪:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৫৪:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ইরা-সিআরইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী অভিযোজন এক্সপো-উদ্ভাবন, ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনার বিষয় ছিল লিঙ্গ-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস ও প্রস্তুতি। ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর প্রোগ্রাম ম্যানেজার আহসানুল ওয়াহেদ, প্রথমআলো’র স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, সচেতন নাগরিক কমিটির সদস্য রুনা শাহিন আরা লেইস, ইরা’র প্রধান উপদেষ্টা ফাহমিদা আক্তার, বাতিঘর সংগঠনের আবৃত্তি শিক্ষক তাজকিরা হক তাজিন। পরে বিকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি দুই দিনব্যাপী অভিযোজন এক্সপো-উদ্ভাবন, ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বিষয়ে মেলার আয়োজন করায় ইরা’কে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সকল অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জলবায়ু পরিবর্তন বিষয়ক সহনশীলতা বৃদ্ধি পাবে। জেলা প্রশাসক বলেন, পৃথিবীতে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজি হচ্ছে ‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস করার টেকনোলজি।’ সেটি যত তাড়াতাড়ি ও কম খরচে তৈরি করতে পারবে, সেই দেশ তত বেশি উন্নত থাকবে। যে সকল দেশ তা পারবে না, যাদের কাছে এই প্রযুক্তি আছে, তাদের কাছ থেকে কিনে ব্যবহার করবে। তাই আমাদেরও প্রযুক্তি উদ্ভাবনের চিন্তাধারা আছে। তিনি বলেন, আমরা যদি জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলতে দেই। তখন তারা ২০ নম্বরের মধ্যে ১৯ পাবে। সমস্যা হচ্ছে যে, পরিবর্তনজনিত অধিকারের সাথে অভিযোজনের জন্য আমরা এতো ভাল বলি, এতো ভাল লিখে তবুও আমরা ২০শের মধ্যে ১৯ পাই না। কারণ আমরা তখনো জানি না পলিথিন ব্যবহার করা খুবই খারাপ। আমরা পলিথিন ব্যবহার করি। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, যানবাহনের ধোঁয়ায় পরিবেশের ক্ষতি হয়। গাড়ি সংখ্যা কম হলে, পরিবেশ বাঁচবে। ছোট ছোট গাড়ির পরিবর্তে বড় বড় গাড়ি ব্যবহার করলে গাড়ির সংখ্যা কমে আসবে। যানজটও কমবে। পরিবেশ অনেকটা সুরক্ষা পাবে। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর প্রোগ্রাম ম্যানেজার আহসানুল ওয়াহেদ, ইরা’র প্রধান উপদেষ্টা ফাহমিদা আক্তার, সচেতন নাগরিক কমিটির সদস্য রুনা শাহিন আরা লেইস। অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন এনটিভি জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে এবং গুরুত্বপূর্ণ ইভেন্ট প্রদর্শন করায় সকল স্টল দায়িত্বশীলদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। আলোচনা অনুষ্ঠানের আগে ১৪টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ও ফতেহপুর ইউনিয়নের প্রায় ৭০ জন উপকারভোগী অংশ নেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com